অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এলাকায় গতকাল চায়ের দোকানে বসেছিলেন স্থানীয় কয়েকজন যুবক। সেই সময় সেখানে উপস্থিত হয় স্থানীয় সমাজবিরোধী অরিত্র ঘোষ ওরফে বুম্বার নেতৃত্বে কয়েকজন দুস্কৃতি। এরপরেই চায়ের দোকানিকে হুমকি দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতি দল। সেই সময় চায়ের দোকানে বসা কৃষ্ণেন্দু নামে এক যুবক প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়।

এরপরেই কৃষ্ণেন্দু নামে ওই ব্যক্তির বন্ধু সরকারি অফিসার ও তার আরও দুই বন্ধু এর প্রতিবাদ জানাতেই তাদেরও মারধর করে বুম্বা নামে ওই দুস্কৃতি ও তার দলবল। স্থানীয়দের দাবি, বুম্বা নামে ওই দুস্কৃতি শাসক দলের ঘনিষ্ঠ। যদিও তা অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, গতকাল ঘটনা ঘটেছে এটা ঠিক। তবে বুম্বা শাসক দলের কেউ না। এই ঘটনায় আক্রান্ত প্রলয় চক্রবর্তীর স্ত্রী দক্ষিণেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন গতকাল রাতে। যদিও এখনো অধরা বুম্বা নামে ওই দুস্কৃতি।

এই ঘটনায় ইতিমধ্যেই দক্ষিণেশ্বর থানার পুলিস এক জন অভিযুক্ত অভিজিৎ ধর কে গ্রেফতার করেছে । যদিও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।

যদিও অভিযোগ অস্বীকার করেন মূল অভিযুক্ত অরিত্র ঘোষ ওরফে বুম্বা। তার দাবি, গতকালের ঘটনার সাথে সে জড়িত না। সে গুন্ডা বা মস্তান নয়। প্রশাসনকে বলবো সঠিক বিচার করা হোক। কিছু সিপিআই ও সিপিআইএম এই সব করছে। এর তীব্র প্রতিবাদ জানাই।