ত্রিপুরার মাটিতে পা দিয়েই অবতক-এর সাংবাদিক নিগ্ৰহের ঘটনায় সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

অবতক খবর,২২ নভেম্বর: আজ সকালে ত্রিপুরায় পা রেখেই বিমান বন্দরের সামনে আমাদের অবতক-এর সাংবাদিক আলী আকবরের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভৎর্সনার সুরে তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ত্রিপুরার মাটিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত। সাংবাদিকরা তো নিজেদের কাজ করছিল তাদের উপর লাঠিসোটা নিয়ে চড়াও হওয়ার মানে কি! আর এই ঘটনা ঘটেছে পুলিশের সামনেই, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই ঘটনা নজিরবিহীন। ভারতবর্ষের কোথাও এরকম ঘটনা ঘটেনি যে, পুলিশের সামনেই আক্রান্ত হতে হয়েছে সাংবাদিককে। এমনকি আহত সাংবাদিককে হাসপাতালে ভর্তি করতে গেলে দুষ্কৃতীরা সেখানেও ঢুকে যাচ্ছে। পুলিশ,ডাক্তার, সাংবাদিক আজ এই রাজ্যে দুষ্কৃতীদের দ্বারা সকলেই নিগ্রহ হচ্ছেন। তবে কি পরিস্থিতি এই রাজ্যের! তাদের ভয়ে টেবিলের তলায় পুলিশকে লুকাতে হচ্ছে। এই নৈরাজ্য আর কতদিন চলবে? এভাবে তো বেশিদিন চলতে পারেনা।