১৯ জানুয়ারি ছিল কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। তিনি কাঁচরাপাড়া, হালিশহরে আবৃত্তি ও নাটক পরিবেশন করে গেছেন। কল্যাণী বইমেলা উদ্বোধন করেছেন, ঋত্বিকসদনে নাট্যচর্চা কেন্দ্রের আয়োজনে নাটক মঞ্চস্থ করে গেছেন।

তোমার জন্য
তমাল সাহা

এক)
ক্ষিদ্দা

ক্ষিদ্দা!
আমাকে জেতালে
তুমি গেলে হেরে!
আসলে হারোনি তুমি
মৃত্যুঞ্জয়ী হয়ে রইলে বেঁচে
বিশ্ব-দুয়ারে।

জল-খেলা শিখিয়েছিলে
তুমি নিজেই এখন খেলবে আগুনে।
এ খেলা কে শেখাবে আমায়
শিখবো কার প্রশিক্ষণে?

দুই)
কিংবদন্তি

কিংবদন্তি হয়ে গেলে তুমি।
তোমার মৃত্যু নিয়ে ছেলেখেলা!
যমও মানলো হার।
ডাক্তার নয়, মন্ত্রীর নির্দেশে
মৃত্যু ঘোষণা হলো কি তোমার?

বুঝিনা, এদেশে সবই কি ফার্স্ট ক্লাস!
এবারের ভোটে কি লাগবে তোমার লাশ?

ভূতচতুর্দশী-অমাবস্যা তো শেষ!
শেষবেলায় হাসপাতালে
ঢুকে গেল এ কোন পাপ!
মৃতদেহ প্রশ্ন করে
জীবন আশীর্বাদ, না অভিশাপ?

তিন)
চক্রান্ত

তুমি সত্যসন্ধানী।
এখানে সমস্যা-দুর্নীতির নেই অন্ত।
তুমি নাকি চলে গেছো
ডাক এসেছে সেখানে গিয়ে করবে তদন্ত!

এখানে সারদা-নারদা -কয়লা মাফিয়া
কত রহস্য মোচন বাকি!
নিচ-ওপর চক্রান্ত করে
তোমাকে সরালো কি?

চার)
হা-হুতাশ

চলচ্চিত্র উৎসব নিয়ে
তোমার মন্তব্য একসময়ে
হয়নি অনেকের পছন্দ।
তারা এখন তোমাকে নিয়ে
দেখেও সুখ, কি সচ্ছন্দ!

এই যে লোকদেখানো হা- হুতাশ!
এর পেছনে লুকানো কি ভোটের তাস?

পাঁচ)
কিং লিয়ার

মরেছ,
তাই বেড়েছে তোমার মান।
কিং লিয়ার, তোমার অভিনয়!
বন্ধ করেছে কারা?
গান স্যালুট এখন দিচ্ছে তারা!

কি কারণে স্যালুট তা তো জানি
হিসেব করে ফেলছে পা,সাবধানী।