তোমাকে দিলাম প্রাণ
তমাল সাহা

সেবারও নির্বাচনে দাঁড়িয়েছিলে লাইনে
নিশ্চিত করেছিলে তাকে
যে করবে তোমায় পাঁচ বছর শোষণ
এবারও আবার লাইনে দাঁড়ালে
আবারও নিশ্চিত করতে যাচ্ছ শোষণ
পরের বারও দাঁড়াবে লাইনে।
দাঁড়ানো তোমার গণতান্ত্রিক অধিকার
কে তোমাকে রুখবে?

তুমি যাবেই যাবে
এ যে শেকড় গেড়ে বসে গেছে
বহুদিনের অভ্যাস
নিজেই ডেকে আনো নিজের সর্বনাশ!

জানো, বোঝো তুমি—
তুমি তো দাগি আসামি
কে বলে তোমায় বুদ্ধিমান শ্রেষ্ঠ জীব
নিজের শোষণ নিজেই নিশ্চিত করো
তুমি মানুষ না ক্লীব?

ভোটদান মানে
শাসককে আরেকবার সুযোগ দান
আমাকে শোষণ করো
তোমার হাতে দিলাম তুলে আমার প্রাণ।