অবতক খবর , সৌম্য , মেদিনীপুর :- তৃনমূল হারছে, তাই শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিজেপি জানে সেই দাঁত ভাঙতে।সুদীপ্ত সেনের চিঠির পরিপেক্ষিতে দিলীপ ঘোষ বলেন , চিঠি যে কেউ লিখতে পারে ।

যে কারো বিরুদ্ধে অভিযোগ করতে পারে ।তবে সেই অভিযোগের সত্যতা আছে কিনা খতিয়ে দেখতে হবে,সিবি আই সেটা শুরু করেছে । রবিবার দীঘায় এমনি মন্তব্য করেন দিলীপ ঘোষ।

শুক্রবার এগরায় রাত্রি যাপনের পর শনিবার সকাল থেকে সারাদিন এগরা-রামনগরে একাধিক কর্মসূচীতে ছিলেন তিনি ।এরপর রাত্রি যাপিন করেন শংকরপুরে।

রবিবার সকাল সকাল খেজুর রস খেয়ে শংকরপুর থেকে দিঘা প্রাত: ভ্রমণে বেরোন দিলীপ ঘোষ  ।  দিঘা পৌঁছে সুমদ্র সৈকতে আবার খেজুর রস খেয়ে পুরানো দিঘা থেকে মোহনা পর্যন্ত প্রাত: ভ্রমণ করেন। পরে চা-চক্রে অংশ নেন।।