তৃণমূল বিক্ষোভ করলো বিধানসভায় Dont touch my body নিয়ে

অবতক খবর,১৬ সেপ্টেম্বরঃ তৃণমূল বিক্ষোভ করলো বিধানসভায়।Dont touch my body নিয়ে। সঙ্গে ছিল কেন্দ্র বিরোধী স্লোগান। দুর্নীতি ইস্যুতে আজ বিজনেজ অ্যাডভাইজারি কমিটিতে ১৮৫ মোশনে মুলতুবি প্রস্তাব জমা দিল বিজেপি।

শুভেন্দু অধিকারীর বার্তা― প্রস্তাব গৃহীত না-হ’লে, অথবা পড়তে দেওয়া না-হ’লে বিধানসভার অভ্যন্তরে হইচই করব। নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে কাল বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনতে চলেছে বিজেপি।

পাল্টা তৃণমূলের তরফে পুলিশের ওপর আক্রমণের ঘটনা নিয়ে কক্ষে ডিসপ্লে করা হবে। একদিকে যখন নবান্ন অভিযান, দুর্নীতি নিয়ে বিজেপি পোস্টার দেখাচ্ছে, পাল্টা তৃণমূল কেন্দ্রের বিরোধিতা করে Dont touch my body লেখা পোস্টার দেখাচ্ছে। বিজেপির দেওয়া দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব গৃহীত হ’ল না। স্পিকার বললেন এটা বিচারাধীন বিষয়।