অবতক খবর,১৫ জুন,বনগাঁ: হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠল তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। তারপর থেকে ওই চিকিৎসক হাসপাতালে আসা বন্ধ করে দিলে সমস্যায় রোগী ও তার পরিজনেরা।

বাগদা হাসপাতালের ঘটনা।চিকিৎসকের নাম দীপাংশু সরকার। তিনি সাত বছর ধরে বাগদা গ্রামীণ হাসপাতালে কর্মরত। অভিযুক্ত বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান এর নাম চায়না বিশ্বাস।

শনিবার রাতে জরুরী বিভাগে আসা এক রোগীকে নিয়ে চিকিৎসকের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয় প্রধান চায়না বিশ্বাস ও তার স্বামীর।

অভিযোগ তারপরেই ওই চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করে ভয় দেখায় হেনস্থা করে নেত্রী ও তার দলবল।তারপর থেকে চিকিৎসক আর হাসপাতালে আসছেন না।

বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন,”শুনেছি দেবাংশু বাবু বিএম ওএইচ কে লিখিতভাবে ঘটনার কথা জানিয়ে অনির্দিষ্টকালের জন্য হাসপাতালে আসা বন্ধ করেছেন। তৃণমূল নেত্রীর গুন্ডামির জন্য চিকিৎসক আতঙ্কে আসছেন না৷”

হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেছেন।