অবতক খবর,সংবাদদাতা, হুগলি ::  শুরু হয়ে গেল বিজৈপির হুগলি জেলায় পৌরসভার প্রস্তুতির প্রথম অধ্যয়। এদিন সকাল ১১টা নাগাত চুঁচুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড সতীনসেন স্কুলের নিকট হইতে দেওয়াল লিখন শুরু করে বিজেপির নেতা কর্মীরা, যদিও বিজেপি নেতা কর্মীদের ইচ্ছে ছিল ইলেকশন কমিশন দিনক্ষন ঘোষনা করলেই রিতী মেনে দেওয়াল লিখন শুরু করবে। কিন্তু চুঁচুড়া শহর জুরে শাষক তৃণমূল যে হারে বিজেপির দেওয়াল দখলে মেতে উঠেছেন তাতেই বাধ্য হয়ে বিজেপির নেতা কর্মীরা নিজেদের দেওয়াল সুরক্ষীত রাখতে মাঠে নেমে পরেছে বলে জানায় বিজেপি।

এদিন এবিষয়ে চুঁচুড়া শহরের বিজেপি নেতা দেবায়ন মজুমদার বলেন সারা বছর চুঁচুড়ার বিধায়ক মশাইকে দেখা পাওয়া যায় না কিন্তু ভোটের দামামা বাজতেই তিনি নিজের বাহিনীদের নিয়ে বিরোধীদের দেওয়াল দখলে মেতে ওঠেন। তাই আমরা নিজের দেওয়াল সুরক্ষীত রাখতেই এই কর্মসূচীতে নেমেছি। তবে উনি যদি এরুপ আমাদের দেওয়াল দখল করতে থাকেন তবে আমরাও ব্যধ হবো ওদের দেওয়ালের দিকে নজর দিতে।