অবতক খবর,১ জানুয়ারি: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উদযাপিত হলো রামগঞ্জ এলাকায়। রামগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের উদ্যোগে তৃণমূল দলীয় কার্যালয় রামগঞ্জ মাছ বাজার এলাকায় এক সভার আয়োজন করা হয়। এবং সেখানে দলীয় পতাকা উত্তোলন করা হয় দলীয় পতাকা উত্তোলন করেন ইদ্রিস আলী সহ-সভাপতি ইসলামপুর ব্লকের।

প্রথমে দলীয় পতাকা উত্তোলন শহীদ পরিবারের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন মনিঋষিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ। বিভিন্ন কার্যক্রম রাখা হয় আজ এই দিনে। কার্যক্রমে উপস্থিত ছিলেন তৃণমূলের ইসলামপুর বিধানসভার কো-অর্ডিনেটর কামালউদ্দিন ইসলামপুর ব্লক এর সহ-সভাপতি ইদ্রিস আলী সহ বিভিন্ন নেতা ও কর্মীরা।

কামাল উদ্দিন বলেন বাংলার অগ্নিকন্যা আজকের দিনে আজ থেকে 25 বছর আগে এই তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন। চৌতিরিশ বছরের বাম শাসনের অবসান করিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইদ্রিস আলী বলেন আজ সারাদিন বিভিন্ন কার্যক্রম রয়েছে আজকের এই দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয় সেই থেকেই চলে আসছে। এই প্রতিষ্ঠা দিবস আমরা খুব আন্তরিক ভাবে পালন করি সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে।