অবতক খবর: তৃণমূলের বিজয়মিছিলে হামলা। মালদহে খু*ন হয়ে গেলেন শাসকদলের এক কর্মী। চাঁচলের খেমপুর গ্রাম পঞ্চায়েতের পুরাণপুর এলাকায় মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফল জানার পর বিজয়মিছিল বার করেছিল তৃণমূল। ওই এলাকায় জয়ী হন তৃণমূলের তারিকুল শেখ। মিছিলে ছিলেন মফিজউদ্দিন শেখ নামের এক দলীয় কর্মী। অভিযোগ, তৃণমূলের অপর একটি দল মিছিলে হামলা চালায়। মফিজউদ্দিন গুরুতর জখম হন। বুধবার চাঁচল হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

মালদহের জেলা পরিষদ দখলে রাখল তৃণমূল। এই জেলায় মোট জেলা পরিষদ রয়েছে ৪৩টি। এর মধ্যে ৩৩টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। এ ছাড়া, কংগ্রেস ছ’টি এবং বিজেপি চারটি আসনে জয়ী হয়েছে। সিপিএমের টিকিটে জয়ী প্রার্থীরা ২৪ ঘণ্টার মধ্যেই যোগ দিলেন তৃণমূলে। পূর্ব বর্ধমানের কাটোয়ার শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতে সিপিএম তিনটি আসন পেয়েছিল। জয়ী হয়েছিলেন ইউসুফ শেখ, মনোতারা বিবি, কদরবানু বিবি। বুধবার তাঁরা ‘উন্নয়নের স্বার্থে’ জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন।