অবতক খবর,৯ আগস্ট,বাঁকুড়াঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্যা ও তার শিশু পুত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরার খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের পড়্যারডাঙ্গা এলাকায়। মৃতদের নাম মাধবী বাউরী (৩৫) ও জীৎ বাউরী (১২)।

স্থানীয় সূত্রে খবর, খালগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্যা মাধবী বাউরী অন্যান্য দিনের মতো গত শনিবার রাতে সপরিবারে পড়্যারডাঙ্গা গ্রামের বাড়িতে মেঝেতে শুয়ে ছিলেন। ঐ দিন রাত থেকেই মা ও ছেলে দু’জনেই অসুস্থ বোধ করায় রবিবার সকালে তাদের তালডাংরা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে পৌঁছনোর পর জীৎ বাউরীকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ও মাধবী বাউরীকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে তারও মৃত্যু হয়।

স্থানীয়দের একাংশের প্রাথমিক অনুমান সাপের কামড়েই মা-ছেলের মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কেউ নিশ্চিত হতে পারছেন না।