অবতক খবর,মালদা;সানু ইসলাম;০৯ফেব্রুয়ারী: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অনুগামীদের সঙ্গে পঞ্চায়েত উপ-প্রধানের অনুগামীদের কলহ প্রকাশ্যে।চরমে শাসকদলের গোষ্ঠীকোন্দল। অভিযোগ পাল্টা অভিযোগ,বিক্ষোভ পাল্টা বিক্ষোভে চরম অসস্তিতে তৃণমূল। কিছু দিন আগেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে ছিলেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ।আজ সন্ধ্যায় তৃণমূলের অঞ্চল সভাপতি পুন:নির্বাচিত হতেই পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েত সদস্যের অনুগামীদের। বিহার থেকে লোক ভাড়া করে এনে চক্রান্ত করে বিক্ষোভ করানো হচ্ছে পাল্টা দাবি অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত উপপ্রধানের। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বিপাকে শাসকদল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কুশিদা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হলেন মোহাম্মদ নুর আজম। যিনি আবার কুশিদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পদে রয়েছেন।

কিছু দিন আগে রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা গেছিল কুশিদার অঞ্চল সভাপতির দায়িত্ব পেতে চলেছেন হুসেনপুর বুথের পঞ্চায়েত সদস্য অলোক পোদ্দার। সেই গুঞ্জন শোনা যেতেই অলক পোদ্দারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। তাদের দাবি ছিল অলক পোদ্দার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী করার জন্য পাঁচ লক্ষ টাকা করে চাইছেন। তারা কোন ভাবেই অলোক পোদ্দারকে অঞ্চল সভাপতি হিসেবে মানবেন না। এদিকে নতুন কমিটির তালিকা সামনে আসতেই দেখা যায় অঞ্চল সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুর আজম। আর তারপরেই মোহাম্মদ নুর আজমের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলো অলোক পোদ্দারের অনুগামীরা। তারা অভিযোগ করে মহম্মদ নুর আজম এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ কে দিচ্ছেন। এদিকে এই বিক্ষোভ চলাকালীনই মোহাম্মদ নুর আজমের অনুগামীরা বাজি ফাটিয়ে তার অঞ্চল সভাপতি পুন-র্নির্বাচিত হওয়ার আনন্দ উল্লাস করেন। সব মিলিয়ে চরমে তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত। যদিও কুশিদা অঞ্চলের সভাপতি মোঃ নুরু আজম দাবি করেছেন পার্শ্ববর্তী বিহার থেকে টাকা দিয়ে লোক ভাড়া করে এই বিক্ষোভ করানো হচ্ছে। সমস্ত অভিযোগ ভিত্তিহিন এবং বিধায়ক নিহার রঞ্জন ঘোষ স্বচ্ছ ভাবমুর্তির মানুষ। অলোক পোদ্দার চক্রান্ত করে এই বিক্ষোভ করাচ্ছেন। অভ্যন্তরীণ কলহ এই ভাবে সামনে চলে আসায় বেজায় অস্বস্তিতে শাসকদল।