অবতক খবর,২৬ মার্চঃ উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার থেকে হাসনাবাদ থেকে মালঞ্চ পর্যন্ত ২৩, কিলোমিটার রাস্তায় ৩২ টা অটো চলে। দীর্ঘদিন ধরে এই অটোচলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা বচসা গন্ডগোল হয়। একাধিকবার বৈঠকে বসলে সমাধান সূত্র মেলেনি। যার ফলে আজসকাল থেকে হাসনাবাদের বনবিবি সেতুর কাছে অটো বন্ধ রেখে অটোচালকরা তৃণমূলের ফেস্টন ব্যানার নিয়ে মিছিল শুরু করেন।তৃণমূলের শ্রমিক সংগঠনের বাপি মন্ডল ও মোঃ আরিজুল মোল্লা তারা দাবী করেন প্রায় দশ বছর ধরে এখানে আমরা ম্যাজিক গাড়ি চালাচ্ছিলাম।।তৃণমূলের উচ্চ নেতৃত্বের উদ্যোগে ম্যাজিক গুলো বন্ধ রেখে বিকল্প কর্মসংস্থা হিসেবে অটো রিস্কা এই রুটে চালাচ্ছি বেশ কয়েক মাস ধরে তৃণমূলের অপর গোষ্ঠী সালাম গাজী লোকজন, তাদের অটো রিক্সার থেকে প্যাসেঞ্জার তুলে নিচ্ছে এমনকি গাড়ি আটকে দিচ্ছে পাশাপাশি আমাদেরকে মারধর করছে। বারবার উচ্চ নেতৃত্বের কাছে বলা সত্ত্বেও কোন সমাধান সূত্র মেলেনি।

যার কারণে আমরা বাধ্য হয়েছি আজ এই অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ, প্রতিবাদ ও মিছিলে অংশগ্রহণ করিছি যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। বুঝতে পারছি অটো না চললে যাত্রী পরিবহন ব্যবস্থা খুব দুর্বিষহ হয়ে পড়বে কিন্তু আমাদের কিছু করার নেই। আমাদের এই অটো চালিয়ে জীবন জীবিকা রুজি রোজগার চলে। বিভিন্ন সময় ভয় আতঙ্ক গ্রাস করে রেখেছে। বসিরহাট মুরারি সাহা চৌমাথায় গেলে সেখানকার তৃণমূলের অন্য গোষ্ঠীরা পথ আটকে দাঁড়িয়ে থাকে। আমরা চাই এর একটা স্থায়ী সমাধান হোক এই নিয়ে অপরগোষ্ঠী সালামগাজি কোন মন্তব্য করতে চাননি।