অবতক খবর,৮ অক্টোবর,নববারাকপুর: দেবী দুর্গার পর লক্ষ্মী পুজো। লক্ষ্মী ধন সম্পদ। রাত পোহালে পূর্ণিমা।রবিবার ঘরে ঘরে পৌঁছে যাবে লক্ষ্মী মাতৃ প্রতিমা। মৃৎ শিল্পীরা ব্যস্ত শেষ তুলির টানে ।শনিবার নববারাকপুরে বিভিন্ন মৃৎ শিল্পীলয়ে ব্যস্ততার ছবি ফুটে উঠল।

কারিগররা ব্যস্ত প্রতিমার চোখ আকতে আবার কেউ বা রঙ বেরঙের কাপড পরাতে। সতীন সেন নগরে মৃৎ শিল্পী সুভাষ পাল বলেন কমবেশি অর্ডার পেয়েছি। কারিগররা জোরকদমে কাজ করছেন। ঘরে দোকানে প্রতিমা যাবে। দক্ষিণ মাসুন্দা মৃৎ শিল্পী অভিজিৎ পাল বলেন কিছু ঠাকুর এলাকায় আবার কিছু বিদেশে ও যাচ্ছে। বেশির ভাগই দোকানে বাড়ির ঠাকুর চলজ গিয়েছে ।বাসুদেব পাল ও ব্যস্ত আগামী কালি মাতৃ প্রতিমা নির্মাণে ।