পৃথিবীর যাবতীয় সব কিছু আমাদের। আকাশ বাতাস সমুদ্র পাহাড় অরণ্য সব আমাদের।এই স্বভূমিতে আমাদের পূর্ণ অধিকার।

তুমি তো আছো
তমাল সাহা

ভালো নেই! অনেকেই বলে
কেন জানি না।
কবে যে ভালো ছিল
সে কথাও বলে না।

আমি ভালো আছি
কলমে লিখি অক্ষর রেখা।
তোমার সঙ্গে তো
আমার নিয়মিত দেখা।

তুমি ভালো থাকো।
তোমার তেমন নেই
ইচ্ছের বিশাল আকাশ।
তুমি আমার পাশে
বসে কথা বলো
কী গভীর বিশ্বাস!

তুমি সূর্যাস্ত ভালোবাসো
ভালোবাসো সূর্যোদয়।
পাহাড়ের স্তব্ধতা ভালোবাসো
সমুদ্র স্নান সুনিশ্চয়।

ভালো নেই, বলতে নেই
ভালো থাকতে হয়।
তুমি ভালোবাসো রক্তিম পলাশ
খোঁপায় গুঁজে দেবোই একসময়।

সূর্য মন্দিরে মুগ্ধতা তোমার
তাজমহলে বিস্ময়।
রবি শঙ্কর-আলি আকবরের
যুগলবন্দী
সুরের তুফান, বুকেতে প্রলয়।

আমরা ভালো থাকি।
কার ঈর্ষা? সে তো বেশরম!
আমি তুমি স্বচ্ছন্দে হেঁটে যাই
ঋতম-শবনম।

ভালোবাসা বলে বিশেষ কিছু নেই
শুধু সঙ্গে জড়িয়ে থাকা।
জীবন চরাচরে দ্রোহে নির্মাণে
তুমি তো আছো,আমি নই একা।