তীর ধনুক ত্রিশূল অফিসের দিকে তাক করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আদিবাসীরা

অবতক খবর,৪ আগস্টঃ তীর ধনুক ত্রিশূল অফিসের দিকে তাক করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আদিবাসীরা। ভারতীয় আদিবাসী ও তপশিলী জাতীয় উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বঞ্চিত আদিবাসী ও তপশিলি মানুষের ন্যায্য দাবিতে আজ বারাসাত জেলা শাষক এর অফিসের বিক্ষোভ ।দীর্ঘদিন ধরেই আদিবাসীরা বঞ্চিত পানীয় জল থেকে শুরু করে পাড়ার রাস্তা সমস্ত কিছুর জেলার বিভিন্ন প্রান্তে যেখানে আদিবাসীরা থাকেন তাদের এইগুলো দেওয়া হয় না ।

বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও রাজনৈতিক প্রভাবের কারণে এই সমস্ত আদিবাসীদের দাবি বন্ধ হয়ে যায় । সে কারণে আদিবাসী সংখ্যালঘু উন্নয়ন অফিসের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে । পাশাপাশি জেলাশাসকের সঙ্গে দেখা করে জেলা শাসকের দপ্তরের একাধিক দাবি নিয়ে হাজির হন । দাবি যতক্ষণ না পর্যন্ত এই দাবিগুলোর তাদের দাবি পূরণ হবে আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাবে।