অবতক খবর,২০ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমানঃ কয়েকদিন ধরে সারা রাজ্যের মতন পূর্ব বর্ধমান জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও তাপমাত্রা দীর্ঘ কয়েক বছরের থেকে অনেকটাই এগিয়ে কোনদিন ৪২ ডিগ্রী সেলসিয়াস আবার কোনদিন ৪৩ ডিগ্রি সেলসিয়াস কেউও ছাড়িয়ে যাচ্ছে।

তীব্র তাপদহে হাসফাস সাধারণ মানুষের জীবন যাপন রাস্তা ,ঘাট বাজারে , মানুষজনকে কম দেখা যাচ্ছে। তারফলে আজ মন্তেশ্বরের সবজির বাজারে মানুষজনকে খুবই কম দেখা যায়। কাঁচামালের সবজির আমদানি বেশি থাকলেও সবজির বাজারে মানুষজন তথা খরিদ্দার কম থাকায় কাঁচামাল সবজির দাম তুলনামূলক কিছুটা কম।

মন্তেশ্বরের এই সবজির বাজার আশপাশের দশ বারটি গ্রাম নিয়ে সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার এই দুদিন হয়। মন্তেশ্বরের এই সবজি বাজারে কাটোয়া পূর্বস্থলী মেমারি সহ বিভিন্ন জায়গা থেকে সবজি ব্যবসায়ীরা বিভিন্ন সবজি নিয়ে বিক্রয় করতে আসে। এই সবজির বাজারে ক্রেতা বিক্রেতা প্রচুর সমাগম হয়।

তাই আজ মন্তেশ্বরের কাঁচামালের সবজির বাজারে সবজির কেজি দর

আলু ১৮থেকে ২০টাকা

পটল ৩০ থেকে ৪০টাকা

ঝিঙে ২০টাকা

উচ্ছে ৬০টাকা,

বেগুন ৪০ টাকা

কাঁচা লঙ্কা ৫০টাকা

কুমড়ো ১৬টাকা

বরবটি ৩০টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কিছুটা কম হলেও আলুর দামটা তুলনামূলক একটু বেশি বলে জানান ক্রেতা, বিক্রেতা উভয়ে।

সবজির আমদানি বেশি হলেও খরিদ্দারের সংখ্যা অনেক কম।