মানবাধিকার ও সমাজকর্মী তিস্তা শীতলাবাদ গ্রেফতার

বড় শক্তপোক্ত ভারতীয় গণতন্ত্রের ভিত
দাঙ্গাবাজরা পেয়ে যায় ক্লিনচিট!

তিস্তা
তমাল সাহা

এক)

তিস্তা তো নদীর নাম সে তো বয়ে চলে!
তিস্তা তো চিরকালই খরস্রোতা
তাকে কি আটকে রাখা যায় জেলে?

দুই)

জীবন তো বন্ধুর, লড়াই জারি রেখো।
তিস্তা মানে তুমি কি জানো?
শুনে রাখো,এর মানে-সফল বা বিজয়ী
অভিধান খুলে দেখে নিও, হে আমার প্রিয়!

তিন) দিব্য

প্রতিবাদ প্রতিবাদই থাকে
সে সর্বদাই সোচ্চারী কাব্য।
সব বিষয়েই তুমি লিখবে
কে দিয়েছে মাথার দিব্য?
সমাজকর্মীরা গ্রেপ্তার হবেই
সে হতে পারে ভারভারা বা তিস্তা
পেয়েছো বিষয়, লেখো দিস্তা দিস্তা!