তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অবতক খবর,৮ জুন,জলপাইগুড়ি: তিনদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের শেষ দিনেও ঢালাও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন সুভাষিণী চা বাগানে পুলিশের উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জানা গিয়েছে, অনুষ্ঠানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের প্রায় ৫১০ জনেরও বেশি আদিবাসী যুগলের ৪ হাত এক করবেন। বিবাহ অনুষ্ঠানের পরেই বক্সা দুর্গ উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি, বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার একটি নবনির্মিত গেট এবং জেলার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ঐতিহাসিক বক্সা দুর্গের সংস্কার করেছে জেলা প্রশাসন। দুর্গের পুরনো পরিকাঠামোর মত অবিকল কাঠামো তৈরি করা হয়েছে। এদিন থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ঐতিহাসিক বক্সা দুর্গ। অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চলতি মাসেই পাহাড়ে নির্বাচন। আগামী বছর পঞ্চায়েত ভোট। তার আগে জেলা সফরের মাধ্যমে সাংগঠনিক ভিত নিজে হাতে দেখে নিতে চান মুখ্যমন্ত্রী।