অবতক খবর,১৮ ফেব্রুয়ারি : আজ শিবচতুর্দশী শিবরাত্রি, আর এই উপলক্ষে আজ তারকেশ্বর শিব মন্দিরে ধুমধামের সাথে পালিত হচ্ছে শিবরাত্রি ব্রতর পুজো অর্চনা। আজ সকাল থেকেই তারকেশ্বর মন্দির ঘিরে বহু ভক্তের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। শুধু রাজ্যেই নয় রাজ্যের বাইরে থেকেও বহু ভক্তরা এসেছেন তারকেশ্বর মন্দিরে পুজো দিতে।

এছাড়াও বাবার মাথায় জল ঢালার জন্য অনেকই আজ শেওড়াফুলি থেকে জল এনে দীর্ঘ পথ অতিক্রম করে পৌঁছান তারকেশ্বরে। বিশেষত আজকের দিনে বাবার মন্দিরে মেয়েদের ভিড় লক্ষ্য করার মতো। ছোট থেকে বয়স্ক সব বয়সের মহিলাদেরই দেখা যাচ্ছে লাইন দিয়ে নিষ্ঠাভরে শিব মন্দিরে পুজো দিচ্ছেন তারা। সকলেই ধৈর্য ধরে পুজো দেওয়ার জন্য অপেক্ষা করছেন শিব মন্দিরের বাইরে। আজ শিবরাত্রির দিন তারকেশ্বর শিব মন্দিরে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো।