অবতক খবর,৬ আগস্টঃ তারকেশ্বর যাওয়ার পথে বিশ্রাম নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পুণ্যার্থী ।

স্থানীয় সূত্রে জানা যায় কলকাতা থেকে পায়ে হেঁটে তারকেশ্বরের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছিলেন , হঠাৎই একটি দুধের গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওয়ালস হাসপাতালে পাঠান। পরে শেওড়াফুলি ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ এসে ড্রাইভার সহ দুধের গাড়িটিকে আটক করে ।জানা যায় ব্যক্তির নাম পিন্টু মণ্ডল বয়স 40 বাড়ি বেলঘড়িয়া রথ তলায় বন্ধুবান্ধবদের সঙ্গেই তারকেশ্বর যাচ্ছিলেন বন্ধুবান্ধবরা তাকে ছেড়ে চলে যায় সে সেখানে পড়ে ঘুমোচ্ছিল হঠাৎ এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে রবিবার জিটি রোডে বড় পণ্যবাহী গাড়ি চলাচল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও । সকাল থেকেই এদিক থেকে বড় গাড়ি যাতায়াত করছে ফলে জি টি রোডে যানজট সৃষ্টি হচ্ছে। আজ রবিবার লক্ষ লক্ষ মানুষ বৈদ্যবাটি থেকে জল তুলে তারকেশ্বরের দিকে যায় সেখানেও তাদের প্রাণের ঝুঁকি থেকে যায়।