তারকেশ্বর থেকে শ্রীরামপুরে সিল্ক হাব তৈরীরং কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি

অবতক খবর,৩১ মার্চঃ ২৮ শে মার্চ অর্থাৎ মঙ্গলবার সিঙ্গুরে আসেন রাস্তাশ্রী প্রকল্পের শুভ সূচনা করেন আর সেখান থেকেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলায় তার সরকার কি কি কাজ করেছে খতিয়ান তুলে ধরেন। এর মধ্যে তিনি হুগলি জেলায় শ্রীরামপুরে সিল্ক হাব তৈরী করা হয়েছে বলে জানান। কিন্তু ২০১৭ সালে এই সময় কালে দাড়িয়ে তত্কালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে তারকেশ্বর থেকে শ্রীরামপুরে সিল্ক হাব তৈরী করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তা বাস্তবায়িত হয়নি।

বাস্তবে দেখা যাচ্ছে প্রস্তাবিত সিল্ক হাবের জায়গায় জলা জমি ও জঙ্গল হয়ে পরে রয়েছে। এই সাধারণ মানুষ জানাচ্ছেন সমস্ত এলাকাটিই জঙ্গল ও জলাজমি হয়ে দাঁড়িয়েছে। এলাকার এক চাষি জানান এখানে একটা জমি তৈরি হয়েছে তার কারন হিসাবে জানাচ্ছেন যে আমাদের জমির ক্ষতিপূরণ না দিয়ে এখানে সিল্ক হাবে হচ্ছিল । তা আর হয়নি আমরা চাই এখানে সিল্ক হাব তৈরি হোক আমাদের ক্ষতিপূরণ দিয়ে । এখন যেটা হয়ে দাড়িয়ে আছে তা হলো চাষের জল বন্ধ করে চাষ বন্ধ করা হয়েছে উপরন্তু সিল্ক হাব ও তৈরি হলো না। অন্য দিকে বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক তিনি বলেন সিঙ্গুরে এসে তিনি যে প্রকল্পের উদ্বোধন করতে এসেছিলেন সেই প্রকল্পের সঠিক কি নাম সেটা তিনি নিজেও জানেন না কখনো বলছেন রাস্তাশ্রী কখনো আবার বলছেন পথশ্রী শুধুমাত্র তিনি শ্রী তেই ব্যাস্ত তিনি একজন নিজে মিথ্যাশ্রী। আর শ্রীরামপুরের সিল্ক হাব নিয়ে কটাক্ষ করে বলেন তিনি শুধু মাত্র সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন। ওখানে কোনো কর্ম সংস্থান হয়নি সবটাই ভুও তিনি দিনের পর দিন মিথ্যাচার করে চলেছেন। তাই তাকে আমরা অবিলম্বে মিথ্যাশ্রী পদবী দেবার দাবি জানাচ্ছি। তিনি সিঙ্গুরে এসে নতুন নাটক তৈরি করতে চাইছেন আর তিনি তো এখন চোরদের রাণী। এই মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে ছুুঁড়ে ফেলার আহ্বান জানাচ্ছি।