অবতক খবর,৮ জুলাইঃ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন মুখতার আব্বাস নকভি।তাঁর রাজ্যসভার মেয়াদ শেষ হবার আগেই তিনি ইস্তফা নেন। তারপর থেকেই জল্পনা শুরু।

বুধবার সকালেই নকভি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই প্রধানমন্ত্রীর হাতে নিজের ইস্তফাপত্র তুলে দেন তিনি। তিনি ছিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের দায়িত্বে।সূত্রের খবর, তিনি উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হতে পারেন।

আগামী ১০ আগস্ট উপরাষ্ট্রপতি বেঙ্গাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে।এর পর দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে কে বসবেন তা নিয়ে জল্পনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের দাবি, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে কোণঠাসা বিজেপি নকভির মতো সংখ্যালঘু মুখকে উপরাষ্ট্রপতি পদে তুলে ধরতে পারে।