অবতক খবর,২৬ আগস্টঃ ইডি,সি বি আই একটাও তথ্য দেখাতে পারবেন? মানিক বাবু বাড়িতে আছেন। তদন্ত শেষ না হবার আগেই মিডিয়া ট্রেয়াল ঠিক হচ্ছেনা।

দিলীপ বাবুর কথায় স্পষ্ট আমরা যা বলছি সঠিক।

দিলীপ ঘোষ কখন কি বলছেন তিনি নিজেই জানেন না। অসংলগ্ন কথা বলা ওদের প্রাকটিস।

দিলীপ ঘোষ তো বিজেপির হয়ে সত্যিই লড়াই করেছেন।অনেক কেই বিজেপি কে চিনতো না। এখন অনেকেটা বুঝতে পারছেন বলেই হয়ত মন্তব্য করছেন??

দুর্নীতি সব জায়গায় আছে। রাজ্য রাজনীতি তেও আছে, অন্য পেশা তেও আছে।

বি এস এফ এর বিরুদ্ধে যখন এই ধরণের অভিযোগ ওঠে তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এটা এড়িয়ে যেতে পারেন না বলে জানালেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।