কুশীলবেরা আহত হয়, নিহত হয় কিন্তু নাটক চলতেই থাকে… একটি নাটক থেকে আরেকটি নাটক জন্ম নেয়, পরপর নাটক জন্মাতেই থাকে,তা শেষ পর্যন্ত আসল নাট্যোৎসবে রূপান্তর ঘটায়। আমরা সেই উৎসবের প্রতীক্ষায় থাকি।

ড্রামা
তমাল সাহা

ড্রামা শব্দটাই হয়ে গিয়েছে অসংসদীয় ঘোষণা। তারপরেও কেন নাটক করার এত উদ্দীপনা?
অমিত সাহা কি অমিত শাহ , তার দোস্ত তো অরূপ খাঁড়া, সে কী শাহরুখ খান!
এত স্পর্ধা কেন তাদের, গাইবে নাটকের গান?

আমরা শাসক আমরা সংস্কৃতির বাহক
আমরা রাষ্ট্রীয় মস্তান।
আমাদের হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা বন্দুক মেশিনগান।

আমাদের বিরুদ্ধে নাটক নামাবে শালা! এবার দেখো আমাদের নাটকের মহড়া!
কই হ্যায় মাইকে লাল? কে দেবে তোদের পাহারা?

কিন্তু তারা দেখেছে কি সংক্ষুব্ধ সমুদ্রের তরঙ্গরাশি
রাষ্ট্রীয় লুম্পেন এবং মানুষ—কার সংখ্যা বেশি?