অবতক খবর,৮ জানুয়ারি: একদিকে পৌরসভা নির্বাচন চলছে। অপরদিকে ডানকুনি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘ দিন ধরে ভুগছে জল যন্ত্রনায় , দীর্ঘদিন ধরে জল না আসার কারণে মানুষ আজ রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ করতে দেখা গেল 12 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষকে।

তারা স্থানীয় যিনি কাউন্সিলর আছেন তাকে বারবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি তাই তারা আজ রাস্তা অবরোধের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অবরোধ করায় সেই স্থানে ডানকুনি থানার যিনি আইসি আসেন এবং পুলিশ প্রশাসন আসেন এবং স্থানীয় মানুষকে সেখান থেকে অবরোধ তুলতে বলা হয় এবং তার কিছুক্ষণ বাদেই জলের গাড়ি ঢোকে এবং তখন সাধারণ মানুষ অবরোধ তুলে ফেলে।

এর পরে আমরা স্থানীয় বিজেপি নেতৃত্ব ডানকুনি মন্ডল সভাপতি সুকান্ত মাঝির সাথে যোগাযোগ করলে তিনি বলেন যে তৃণমূল সরকার যে দাদাগিরি কায়েম করেছে, ডানকুনির সাধারন মানুষের কাছে ক্ষমা চাওয়ার সাহস নেই তাই তারা সাধারণ মানুষের কাছে যায়নি , পুলিশকে পাঠিয়ে দিয়েছে বিক্ষোভকারীদের সামনে বিক্ষোভকারীদের হটানোর জন্য।