অবতক খবর,৩১ ডিসেম্বর: অতন্দ্র নারায়ণ বাগ। কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়ার কিউ টাইপের অধিবাসী। ২২ বছর বয়সে ভারতবর্ষের তথা পৃথিবীর উচ্চতম লেকে পা রাখল তাঁর বাইক বাজাজ সিটি ১০০। গুরুদঙমার ১৭,৮০০ ফুট এই লেকটি ভারতবর্ষের সিকিমের অন্তর্গত। অতন্দ্র যাত্রা শুরু করেন ২০ ডিসেম্বর ২০২১ বিকেল চারটের সময় কাঁচরাপাড়া থেকে। আর গুরুদঙমার লেকে পৌঁছান ২৩ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ। বাড়ি ফিরে আসেন ২৫ ডিসেম্বর বিকেল ৪টে নাগাদ।

অতন্দ্র ২০১৯ সালেও গুরুদঙমার লেকে গিয়েছিলেন রয়্যাল এনফিল্ড ৩৫০ নিয়ে। ইন্ডিয়া বুক অব রেকর্ডসে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়েছে সবচেয়ে কম বয়সে অর্থাৎ সাড়ে ১৯ বছর বয়সে তিনি এই উচ্চতম লেকে পৌঁছেছিলেন। এরপর ওয়ান্ডার বুক অফ রেকর্ডস এবং জিনিয়াস বুক অব রেকর্ডসেও তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।
উল্লেখ্য আজ পর্যন্ত ১০০ সিসি বাইক নিয়ে কোনো রাইডার এই লেকে পৌঁছতে পারেন নি।