অবতক খবর,২৪ নভেম্বরঃ মাহেশের ঐতিহাসিক জগন্নাথ মন্দির ও ৬২৬ বছরের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রার মুকুটে এবার আরও একটি পালক সংযোজিত হলো।ভারত সরকারের ডাকবিভাগের শ্রীরামপুর পৌরসভার সহযোগিতায় মাহেশ জগন্নাথ মন্দির প্রাঙ্গনে এর আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার ফার্স্ট ডে কভার এবং স্ট্যাম্প প্রকাশ করা হলো।

উদ্বোধন করলেন ডাকঘরের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশীশালিনী কুজুর, মন্দিরের প্রধান সেবাইত গোঁরাচাদ অধিকারী চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সা সহ প্রশাসনের একাধিক কর্তা ব্যাক্তিরা।

ডাকঘরের সাউথ হুগলি ডিভিশনের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট জানান ডাক বিভাগ এই ঐতিহ্যশালী রথযাত্রা এবং মন্দিরের চ্যাম্প করতে পেরে খুবই খুশি, পুরী মন্দিরের এই ধরনের কৃতিত্ব নেই। কিন্তু মাহেশ এই ধরনের কৃতিত্ব অর্জন করলো।