অবতক খবর,২৪ আগস্টঃ ডাউন লালগোলা শিয়ালদহ ভাগীরথী এক্সপ্রেস আটকে যাই জিয়াগঞ্জ স্টেশনে। জিয়াগঞ্জ স্টেশন থেকে ভাগিরথী এক্সপ্রেস ট্রেনটি যখন ছাড়ে তখন বেশ কিছুদূর যাবার পর ট্রেনটি থেমে যায়।

ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণেই এই বিপত্তি। যার জন্য সব প্যাসেঞ্জারদেরকে এই ভোগান্তি ভোগ করতে হয়। তারপর কৃষ্ণনগর থেকে একটি ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন নিয়ে এসে সেটিকে দিয়ে টেনে ইঞ্জিন থেকে কামরার বিভেদ করা হয়।

তারপর সেই ১২ হাজার হর্সপাওয়ারের ইঞ্জিন দিয়ে ভাগীরথী এক্সপ্রেস এর কামরার সংযোগ করা হয়। সকাল ৬:১০ নাগাদ জিয়াগঞ্জ স্টেশন থেকে ভাগীরথী এক্সপ্রেস রওনা দিচ্ছিল শিয়ালদহ দিকে।কিন্তু ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ হয়ে যাওয়ার জন্য সেই ভাগীরথী এক্সপ্রেস জিয়াগঞ্জ স্টেশন থেকে রওনা দেয় ১১ঃ২৭ নাগাদ।

প্রায় সাড়ে ছ ঘন্টা পর জিয়াগঞ্জ স্টেশন থেকে ভাগীরথী এক্সপ্রেস ছেড়ে যায়।