অবতক খবর,১৪ এপ্রিল: আজ ডঃ বি.আর আম্বেদকরের জন্মদিন দিবস। ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন একজন ভারতীয় জ্যুরিস্ট, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ , ঐতিহাসিক, বাগ্মী, বিশিষ্ট লেখক,অর্থনীতিবিদ,পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী। তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন। তিনি ভারতের সংবিধানের খসড়া কার্যনির্বাহক সমিতির সভাপতিও ছিলেন। তিনি ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা। ইনি ভারতের সংবিধানের মুখ্য স্থাপক।

আজ তাঁর জন্মদিনে বিভিন্ন জায়গায় তাঁর প্রতিকৃতি এবং আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। তাঁরা দুজনেই এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সম্পর্কে দু-এক কথা বলেন। শুধু তাই নয়, ভারতবর্ষে তাঁর অবদানের কথা জনসমক্ষে তুলে ধরেন।