অবতক খবর,২৪ মে: ঠাকুরপুকুর পোড়া আশ্বস্ত তোলার ডায়মন্ড হারবার রোডে আজ সকাল ৯:৩০ টার সময় হাইড্রোলিক ক্রেনের ধ্যাক্যায় মৃত্যু হোলো এক সাইকেল আরোহীর। নাম তরুণ কুমার মিশ্র। বয়েস আনুমানিক 70 বছর, সাইকেল নিয়ে রাস্তা পার হবার সময় ঠাকুরপুকুর এর দিক থেকে আসা একটি হাইড্রোলিক ক্রেন ধাক্কা মারে। ঘটনার স্থলে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে। পরবর্তী কালে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করা হয়।

এক্সিডেন্ট এর পর ডায়মন্ড হারবার রোডের একপাশ যান চলাচল বন্ধ হয়েযায়, উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তী কালে ঠাকুরপুকুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এ নিয়ে আসে। মৃত তরুন মিশ্রর বাড়ি ঠাকুরপুকুর থ্রিয়ে বাসস্ট্যান্ডের কাছে। ঠাকুরপুকুর থানার পুলিশ ইতিমধ্যেই ওই হাইড্রোলিক ক্রেন ও চালক কে আটক করেছে।