অবতক খবর,১০ ডিসেম্বর,চাঁচল: রাত পোহালেই রাজ্যে প্রাথমিক টেট। আগামীকাল রবিবার বেলা ১২টায় শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর আড়াইটে পর্যন্ত। টেট পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো খতিয়ে দেখলেন চাঁচল থানা পুলিশ ও প্রশাসন। শনিবার দুপুরে মালদহের চাচল কলেজ, চাচোল রানীদাক্ষাণি উচ্চ বালিকা বিদ্যালয় সহ চাঁচল শহরের অত্র এলাকার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল চাঁচল থানার অন্তর্গত সাতটি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা। চাচল ১ নং ব্লকের তিনটি হাই স্কুল ও একটি কলেজে প্রাথমিক টেট পরীক্ষার পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। এছাড়াও চাচল ২ নং ব্লকের দুটি হাই স্কুল ও একটি কলেজে এই পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সম্পূর্ণ নিশ্চিদ্র করতে আজ চাচল থানা পুলিশ ও প্রশাসনের চাচল ১ ও ২ নং ব্লকের সমস্ত পরীক্ষা কেন্দ্র গুলি পরিদর্শন করা হলো। পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো সহ পরীক্ষা কেন্দ্রের শৌচাগার থেকে শুরু করে প্রতিটি ঘরে সমস্ত কিছু যাচাই করলেন চাচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু।