সুভাষ চক্রবর্তী একজন বিতর্কিত সিপিএম নেতা ছিলেন। তাঁর সঙ্গে আমার কয়েকবার সাক্ষাৎ ও কথা হয়েছিল। একটি দীর্ঘ সাক্ষাৎকারও লেখা রয়েছে। আজ তাঁর মৃত্যুদিন,মনে পড়ল সেই কথা…

টুপিওয়ালা
তমাল সাহা

তার সঙ্গে আমার হয়েছিল দেখা
হয়েছিল অনেক অনেক কথা।

কাঁচরাপাড়া উৎসবের অন্তরালে
তিনি ছিলেন এক বিশাল মাথা
সে সব অনেক কাহিনী-গাথা।
স্বাস্থ্য শিবির হবে, কাকে চাই?
ঠিক আছে,
এশিয়ার অন্যতম হার্ট স্পেশালিস্ট তো!
এক ডাকে চলে এলো, এ কী কাণ্ড!
এ তো দেখি দেবী শেঠী মশাই!

আর বামপন্থী দল হয়ে ঐসব!
খুলে বলো কি সব? তোলা!
নামই তো তোলা, তোলা তো তুলতেই হয়!
সততার সাথে তাকে
সামাজিক কাজে লাগালে ভুল কিছু নয়।
এতে কোনো লুকোচুরি নেই,সোজা সাপ্টা কথা
এতে আবার কিসের ব্যথা?

আরে! সিপিএম তো বিপ্লবী দল নয়
সংসদীয় দলে এসব হয়।
হোপ-৮৬, তারাপীঠে মালা
বন্ধ করা যায়?
কবে থেকে ঢুকে আছে আমাদের মজ্জায়!
মুখে আর লিখে কি বিপ্লব হবে?
বিপ্লব হলে তখন দেখা যাবে।

মধ্যবিত্ত মানুষ তো একটা ফানুস
সে তো স্বাভাবিক, আগুন চায়।
আগুন পেলেই মাটি ছেড়ে
আকাশে উড়ে যায়।

আপনি টুপি পরেন কেন?
জিজ্ঞেস করি।
‘আমি সোজা কথা সোজা করে বলি
স্পষ্ট বলতে ভালোবাসি।
আমি মানুষকে টুপি পরাই না
নিজে টুপি পরি।’