অবতক খবর,২১ সেপ্টেম্বর: ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস এর প্রতিনিধি দল আজ টিটাগর এ ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে আসেন ১৭ তারিখ এই স্কুলে ছাদে বোমা বিস্ফোরণ ঘটেছিল। এই ঘটনা চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ উদ্ধার হয়েছিল আরও দশটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। প্রিয়াঙ্ক কানঙ্গ শিশু সুরক্ষার চেয়ারপারসন সহ দুই প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন এবং বোমা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন।

প্রিয়াঙ্ক কানঙ্গ সংবাদ মাধ্যমকে জানালেন সমস্ত বিষয়টি খতিয়ে দেখেছেন তারা রিপোর্ট দেবেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে। তবে স্কুল কর্তৃপক্ষ সহ প্রশাসনের বিরুদ্ধে খুব উপড়ে দিলেন তিনি জানালেন স্কুলে বোম ফাটার পরেও কেন জরুরী ভিত্তিকভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হল না পরবর্তীকালে আবার কোন বোম ফাটবে কিনা সেটা কারোর জানা ছিল না যদি পারত তাহলে বড়সড়ো দুর্ঘটনা ঘটতো।