অবতক খবর,১ আগস্টঃ উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পৌরসভার টাকি ষষ্ঠীচরণ নীল মাধব বালিকা বিদ্যালয়। আজকে ছাত্রীদের নিয়ে যখন শিক্ষক স্কুলের ল্যাবরেটরির ঘরের তালা খুলে ঢুকে বিজ্ঞান বিভাগে কাজ করছিল। সেই সময় হঠাৎই আমোনিয়া গ্যাসের জার বিস্ফোরণ হয়,। সেখানে শিক্ষক সহ ১০ ছাত্রী আমোনিয়া আক্রান্ত হয়। বিকট শব্দ শুনে শিক্ষক ছাত্রছাত্রীরা ছুটে এসে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীন হাসপাতালে ভর্তি করায়।

প্রাথমিক অনুমান দীর্ঘদিন এই ল্যাবরেটরি না খোলার কারণেই সেই অ্যামোনিয়া গ্যাস বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক অনুমান শিক্ষকদের। এই রীতিমতো বালিকা বিদ্যালয় আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের অন্যান্য ছাত্রীরা। এই ঘটনায় ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে,। আজ দুপুর একটা নাগাদ বিজ্ঞানের শিক্ষক অর্ণব গুহ.দাস তিনি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞানের ছাত্রীদের নিয়ে ওই ল্যাবরেটিতে বিজ্ঞানের সূত্র দেখাতে গেলেই এই বিস্ফোরণ ঘটে।