অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :     উৎসব বসু। জয়েন্টে চতুর্থ। কলকাতা সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র। হাওড়ার ক্যারি রোড এলাকার বাঙাল পাড়া ফার্স্ট বাই লেনের বাসিন্দা। উৎসবের এই রেজাল্টে খুশী পরিবারের সবাই।তবে এতটা ভাল রেজাল্ট হবে ভাবতে পারিনি উৎসব ও তার বাবা মা। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার পাশাপাশি এস্ট্রো ফিজিক্স নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চায় উৎসব।

তার মা রেশমি বসু জানান তিনি ভীষণ খুশি ছেলের এই সাফল্যে। তিনি আশাও করেন নি তার ছেলে এত ভালো ফল কিরবে জয়েন্টের মতো পরীক্ষায়। তিনি আরো জানান তার ছেলে সারাক্ষন পড়াশোনা করতো না। কখনো সারাদিন ঘুম, গান শোনা নিয়ে থাকতো। কিন্তু যখন সে পড়তে বসতো খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা করতো। তিনি আরো দাবি করেন তার ছেলে সি এস পড়তে চায়। অস্ট্রো ফিজিক্স নিয়ে সে ভীষণ উৎসাহী। সেটা নিয়েই আগামীদিনে পড়াশোনা করতে চায়।

তিনি আরো বলেন যেহেতু তিনি নিজে চাকরি করেন তাই ছেলেকে বেশি সময় দিতে পারেন না। তবু ছেলে যে যেভাবে সাফল্য পেয়েছে তাতে তিনি খুব খুশি হয়েছেন।