অবতক খবর,১ নভেম্বর,বাঁকুড়া:- জৌলুস হারিয়েছে মাটির প্রদীপ,সরকারের সিদ্ধান্তে আলোর দিশা দেখছে বিষ্ণুপুরের কুমোর পাড়ার শিল্পীরা।

একটা সময় বাঙালির আলোর উৎসব দীপাবলিতে ঘরে ঘরে আলোর তে ভরে উঠত মাটির প্রদীপে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজ্ঞানের যুগে অত্যাধুনিক টুনি লাইট মোমবাতি আতশবাজি কোথাও যেন মাটির প্রদীপ কে পেছনে ঠেলে দিয়েছে। আগের মত তেমন আর মাটির প্রদীপ বিক্রি হয় না চিন্তায় রাতের ঘুম উড়ে ছিল বিষ্ণুপুরের কুমোর পাড়ার অসহায় মানুষদের , এমত পরিস্থিতিতে পুজোর আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে দীপাবলিতে কোনরকম শব্দবাজি আতশবাজি ব্যবহার করা চলবেনা আর তাতেই আশায় বুক বেঁধেছে কুমোর পাড়ার শিল্পীরা । শিল্পীরা ভাবছে যেহেতু কেউ আতশবাজি ব্যবহার করতে পারবে না তবে হয়তো আবার মাটির প্রদীপ কিনবে সাধারণ মানুষ , হবে আগের মত বেচাকেনা