অবতক খবর,২১ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন থেকে পান্ডেল করার সামগ্রী, লাইট ফুল ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি। এর জেরে বিপাকে পড়েছেন ডেকরেটার্সরা। সোমবার নিজেদের দাবি দাওয়া নিয়ে জেলা শাসকের দারস্থ হলেন জলপাইগুড়ি জেলা ডেকরেটার্স আসোসিয়েশনের সদস্যরা। জলপাইগুড়ি জেলা ডেকরেটার্স আ্যসোসিয়েশন সম্পাদক শঙ্কর সিং বলেন , বিয়ে বাড়িতে ভিড় এড়াতে ৫০ জনকে অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ডেকরেটার্সদের বাঁচাতে প্রশাসনের কাছে দাবি তোলা হয় এই নির্দেশিকা শিথিল করা হোক। এমএসএমই দফতরের মাধ্যমে ডেকরেটাসদের অনুদান ভিত্তিক ঋণ দিতে হবে। সরকারি কাজ সিভিল কনট্রাকটরদের দিয়ে না করে ডেকরেটাসদের দিয়ে সেই কাজ করাতে হবে। ১৮ শতাংশ জিএসটি কমিয়ে ৫ শতাংশ করতে হবে ও রাতে ডেকরেটার্সদের কর্মীদের পুলিশের হয়রানি বন্ধ করার দাবি জানান তারা।