অবতক খবর,৩০ মার্চঃ বহরমপুর তৃণমূল পার্টি অফিসে আজ উন্নয়নের পথ এবং বাংলার শপথ পথশ্রী ও রাস্তা শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ রাস্তার সার্বিক উন্নতির লক্ষ্যে সারা রাজ্যে যে বারো হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও পুনর্নির্মাণ শুরু হয়েছে, সেই কাজের শুভ উদ্বোধন গত ২৮ শে মার্চ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল এর মাধ্যমে এই রাস্তা শ্রী এবং পথশ্রী প্রকল্পের কাজ উদ্বোধন করেন। বহরমপুর জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে মুর্শিদাবাদ বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। জেলা তৃণমূল পার্টি অফিস থেকে শাওনি সিংহ রায় তিনি বলেন এই সংগঠনিক জেলায় 13 টি বিধানসভায় এই রাস্তাগুলো সামনে কি অল্প দিনের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন হবে, তিনি জানান আজকের এই আলোচনা সভায় বিধায়ক রাজ্জাক সাহেব আছেন অন্যান্য বিধায়করা গতকাল থেকে দিদির ধরনা মঞ্চে আছেন বলে তিনি জানান।

তিনি আরো বলেন আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস , যুব সভাপতি রাকিবুল ইসলাম, মহিলা সভানেত্রী শাহনাজ বেগম, এছাড়া বিভিন্ন ব্লকের সভাপতি গন এখানে উপস্থিত আছেন। শাওনের সিংহ রায় বলেন আমরা তাদের মধ্য দিয়ে মানুষের নিকট বার্তা দিতে চায় আগামী কয়েক মাসের মধ্যে এলাকার চাহিদা অনুযায়ী এই রাস্তাগুলো সুন্দরভাবে সুসম্পন্ন হবে তিনি বলেন আমরা চাই কাজগুলি আরো সুন্দরভাবে সুসম্পন্ন হোক তিনি বলেন এই কাজগুলির তত্ত্বাবধান করবেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলিকে করার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন সবচেয়ে বড় বিষয় আজকে যে ১০০ দিনের কাজ, সেই কাজের অর্থ বিগত দিনে আসেনি কিন্তু এই ১০০ দিনের কাজ এমন এক কর্মকাণ্ড ছিল সেখানে গ্রামীন এলাকার মানুষ তারা তাদের দৈনন্দিন চাল ডাল কেনার পয়সা ১০০ দিনের কাজের মজুরি থেকে পেত কিন্তু আজ কেন্দ্রীয় সরকার,মোদি সরকার তারা এই ১০০ দিনের কাজের টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন আজকে মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্ন এই কাজ করার সময় মেরামত করবেন তাদেরকে এই ১০০দিনের লেবারদের স্থানীয়ভাবে ওই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করবার তাহলে পাশাপাশি মানুষকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারবো বলে জানান সাওনি সিংহ রায়। গ্রামীণ রাস্তা গুলি ওভারলোডের কারণে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি বলেন ওভার লোডের ব্যাপারে ইতিমধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি , তাতে গ্রামীণ রাস্তাগুলির যে যে সমস্যা আছে মানুষের কিছু কিছু চাহিদা আছে সেগুলি কিভাবে সমাধান করা যায়? আগামী দিনে প্রশাসনের সঙ্গে বসে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস।