অবতক খবর,১৩ এপ্রিল: গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উন্নয়নে কর্মযজ্ঞ চলছে বলে মন্তব্য করলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী।

বারাসাতে এদিন পূর্ত স্থায়ী সমিতির বৈঠকে জেলার জেলাশাসক সুমিত গুপ্তার উপস্থিতিতে যে পর্যালোচনা বৈঠক হলো সেই পর্যালোচনায় বৈঠকে জেলার বিভিন্ন মহকুমা থেকে ব্লক স্তর পর্যন্ত পরিকাঠামো নির্মাণের বিশেষ করে সড়ক নির্মাণে রীতিমতো অন্যান্য জেলাকে টেক্কা দিতে পারে উত্তর 24 পরগনা জেলা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে, তারই সবিস্তার খতিয়ান তুলে ধরেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী।

একইসঙ্গে সীমান্তবর্তী একটি অঞ্চলে সড়ক নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় সরকারে অভিযোগ করা হলেও তারও যথাযথভাবে প্রশাসনিক স্তরে আলাপ আলোচনা করা হবে বলেও জানিয়েছেন নারায়ন বাবু। তাই হেলেঞ্চা থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত আবার আমডাঙ্গা থেকে গোলাবাড়ি পর্যন্ত সর্বত্রই উন্নয়ন চোখে পড়বে বলেও মনে করছেন পূর্ত স্থায়ী সমিতির সদস্যরা।