অবতক খবর,৩১ জানুয়ারি,নদীয়া:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত পাঁচ বছর আগে এই পানীয় জল প্রকল্পের পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। এরপর করোনা পরিস্থিতি সহ প্রকল্পটির বাস্তবায়নের কাজে বিভিন্ন ধরনের অন্তরায় কাটিয়ে সোমবার দুপুরে নদিয়ার কৃষ্ণনগরে তারই আনুষ্ঠানিক উদ্বোধন হলো আনুষ্ঠানিকভাবে। এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা শাসক শশাঙ্ক শেট্টি সহ কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক নরেশ দাস।

এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলার সভাপতি তথা শিক্ষক জয়ন্ত সাহা সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বৃন্দ। প্রকল্পটির মাধ্যমে আগামী দিনে ভাগীরথী নদী থেকে জল তুলে অত্যাধুনিক পদ্ধতিতে তা পরিশ্রুত করে সম্পূর্ণ বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে পরিস্রুত পানীয় জল বলে এই দিন জানান কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক নরেশ দাস।

যদিও পাঁচ বছর আগে শুরু হওয়ার কথা থাকলেও এতদিন প্রকল্পটির কাজ বন্ধ করে রেখে আসন্ন পৌর নির্বাচনের আগে রাজনৈতিক চমক দিতেই জল প্রকল্পের উদ্বোধন করল তৃণমূল বলে কটাক্ষ করেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতৃত্ব ।