অবতক খবর,বালুরঘাট, ২৭ আগস্ট: পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে, বিনামূল্যে সকলকে ভ্যাকসিন প্রদান করতে হবে, অবিলম্বে শুন্য পদে নিয়োগ করা ও শূন্যপদে অস্থায়ী কর্মীদের অগ্রাধিকার দেওয়া, কেন্দ্রীয় হারে ও বকেয়া ২৫ শতাংশ মহার্ঘভাতা অবিলম্বে প্রদান করতে হবে, প্রতিহিংসামূলক বদলির আদেশ প্রত্যাহার ও ট্রেড ইউনিয়ন অধিকার সহ সাম্প্রদায়িক বিভেদ মূলক রাজনীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, সহ মোট ছয় দফা দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাটে বিক্ষোভ প্রদর্শনের পর জেলাশাসককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা।

এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক বিভাস কুমার দাস সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিন প্রথমে বালুরঘাটে বিক্ষোভ দেখান তারপর ডেপুটেশন দেন জেলা শাসককে।