জেলার ৪৩টি অঙ্গনওয়াড়ি শিশু আলয় কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা

অবতক খবর,২৭ অক্টোবর,মহিষাদলঃ রাজ্য সরকার শিশু সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো অঙ্গনওয়াড়ি শিশু আলয় কেন্দ্র। রাজ্যে আরও বেশি পরিষেবা দেওয়ার জন্য রাজ্যে ২৮৯টি নতুন অঙ্গনওয়াড়ি শিশু আলয় কেন্দ্রের শুভ উদ্বোধন ঘটালেন রাজ্যের নারী,শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা৷ এদিন পশ্চিম বর্ধমান থেকে রাজ্যে ১৪ টি জেলার ২৮৯ টি কেন্দ্রের শুভ উদ্বোধন হয়।

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ৪৩টি অঙ্গনওতাড়ী শিশু আলয় কেন্দ্রের শুভ উদ্বোধন হয়। মহিষাদলের গনমৈত্রীর সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত স্মৃতি শিশু বিকাশ অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে জেলার ৪৩ টি অঙ্গনওতাড়ী শিশু আলয় কেন্দ্রের পথ চলার শুভারম্ভ ঘটানো হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দিব্যা মরুগেশান, মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলী দাস, কর্মাধ্যক্ষ ঘনশ্যাম দেবনাথ, তরুন মন্ডল, সিডিপি সুজন দাস সহ অন্যান্যরা।