অবতক খবর,৯ জানুয়ারি,বারাসত: জেলার সদর শহর বারাসতে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।তাই,সংক্রমণ রুখতে এবার সেখানেও বাজার এবং দোকানে ভিড় নিয়ন্ত্রণের পথে হাঁটল প্রশাসন।ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে,এবার থেকে সপ্তাহে তিনদিন বারাসতের সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ থাকবে।

আগামী মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকরী হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।সিদ্ধান্ত কার্যকরী হওয়ার আগে বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ মোড়ে মাইকিং করে প্রচার চালানো হবে পৌরসভার তরফে।যাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের বুঝতে কোনও অসুবিধে না হয়।তবে,জরুরি পরিষেবাকে এর বাইরে রাখা হয়েছে।