অবতক খবর,৬ নভেম্বরঃ নৈহাটি বিধানসভার জেঠিয়া থানার অন্তর্গত বামনপাড়ায় ভাস্কর ব্যানার্জী (৬২) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল তার নিজের বাড়ি থেকে। জানা গেছে,তিনি একাই থাকতেন বাড়িতে। কর্মসূত্রে তার দুই মেয়ে বাইরে থাকেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী হালিশহর স্টেশন সংলগ্ন অঞ্চলে তার একটি চশমার দোকান রয়েছে। তবে অধিকাংশ সময়ে তিনি বাড়িতেই থাকতেন।

জানা গেছে,আজ সকালে মৃতের পরিচারিকা বাড়িতে এসে দেখেন যে,তার বাড়ির ঘরের দরজা জানালা খোলা। পরবর্তীতে শোয়ার ঘরের ঢুকতেই তিনি বৃদ্ধের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। ‌ চিৎকার করে তিনি লোকজন জড়ো করেন এবং স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় জেঠিয়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

তবে এই মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ধানা বাঁধছে। ঘটনার তদন্ত শুরু করেছে জেঠিয়া থানার পুলিশ। আপাতভাবে মৃতদেহ দেখে মনে হচ্ছে বৃদ্ধকে খুন করা হয়েছে। তবে এ বিষয়ে এই মুহূর্তে মুখ খুলতে চায়নি পুলিশ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীরা প্রশ্ন তুলেছেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

অন্যদিকে ঘটনাস্থলে আসলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি(বীজপুর)তুষার কান্তি পাঠক।