জীবিকা নির্বাহে সরকারী সাহায্যে অসহায়দের পাশে নুরজাহান

অবতক খবর,মানিকচক:সানু ইসলাম,৯ এপ্রিলঃ দৈনন্দিন জীবনে সমাজে গরীব অসহায় মানুষদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশা বেছে নিতে দেখা গেলেও অনেক সময় তাদের আর্থিক সংগতি না থাকায় বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এর অন্য রূপ দেখা গেল মানিকচক ব্লকের এনায়েতপুরে।

প্রতিবন্ধী চা বিক্রেতা শেখ মাজেদ, স্বামীহারা সব্জী বিক্রেতা শাবানা বেওয়া, ষাটোর্ধ ভ্যানচালক সারিফ মোমিন, পেয়ারা বিক্রেতার মতো বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন। তারা নুরজাহানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সমাজে এই ধরনের মেম্বার থাকাটা আমাদের মতন গরীব মানুষের জন্য ভালো হয়েছে সেটাও তারা জানান।বর্তমানে প্রত্যেকে নূরজাহানের উদ্যোগে যে সরকারি সহায়তা পেয়েছে তাতে উপকৃত এবং নিজদের জীবিকা নির্বাহ করছেন।