নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর :: মুম্বাই ::১৪ই ডিসেম্বর::মৌসুমী ও তাঁর স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় তাঁদের মেয়ে পায়েল ডিকি সিনহার অভিভাবকত্ব পাওয়ার জন্য মুম্বই হাই কোর্টের কাছে আরজি জানিয়েছিলেন৷ নাহলে, তাঁদের মেয়ের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছিলেন তাঁরা।

দীর্ঘদিন ধরে জুভেনাইল ডায়বেটিসে ভুগছেন পায়েল৷ ২০১০ সালে বিজনেসম্যান ডিকি সিনহার সঙ্গে বিয়ে হয় পায়েলের৷ জয়ন্ত,পায়েল এবং ডিকি একই প্রজেক্টে কাজ করতেন৷ ২০১৬ সালে ব্যবসায় কিছু সমস্যার জন্য তাঁদের মধ্যে পারিবারিক সমস্যা তৈরি হয়৷ তারপর থেকে মৌসুমী-জয়ন্তের সঙ্গে ডিকির সম্পর্কে চিড় ধরে৷

ছোট থেকেই ডায়াবেটিক ছিলেন মৌসুমি-কন্যা পায়েল৷ ২০১৭ সালে পায়েলকে হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু ২০১৮ সালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন পায়েলের স্বামী ডিকি সিনহা৷ যদিও বাড়িতে আনার পর থেকে পায়েলের মানসিক চিকিতসা বন্ধ ছিল বলে খবর পাওয়া যায়।

সব যুদ্ধের অবসান হলো আজ। আজ দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন মৌসুমি চট্টোপাধ্যায়ের মেয়ে পায়েল ডিকি সিনহা।