অবতক খবর, সংবাদদাতা,মুর্শিদাবাদ ,২২ অগস্ট :: মুর্শিদাবাদ জেলার দিনের-পর-দিন করোণা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সেই দিকেই নজর রেখেছে জেলা প্রশাসন মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মাতৃসদন কে কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছিল কিন্তু আক্রান্তের সংখ্যা যে গতিতে বাড়ছে ততোই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।মুর্শিদাবাদে এই মুহূর্তে মোট করোনা আক্রান্ত রুগীর সংখ্যা ২৫০৬। মৃত্যু হয়েছে ৩১জনের।

তাই এমন অবস্থা দেখে মানুষের স্বার্থে আজিমগঞ্জ জিয়াগঞ্জ পৌরসভার খ্রিস্টীয় সেবা সদন কে 100 বেডের কোভিড হাসপাতাল করে চালু করা হলো। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান।

তিনি হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাছাড়া উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ ঘোষ সহ বিভিন্য তৃণমূল নেতা নেত্রীরা ।