অবতক খবর , শিলিগুড়ি :       ১৫ই আগষ্টের পর রাস্তায় পড়ে থাকছে পতাকা। সেই পতাকা যাতে কারও পায়ের নীচে বা গাড়ির নীচে চাপা না পড়ে সে কারণেই সকাল থেকেই রাস্তায় বেরিয়ে পড়ে ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোস্যাইটি। এদিন গোটা শহর ঘুরে রাস্তা থেকে পড়ে থাকা এমন প্রচুর পতাকা কুড়িয়ে নেন তারা। সেইসাথে শহরবাসীর এই নিম্নমানসিকতাকে ধিক্কারও জানায়।

সংস্থার তরফে রাকেশ দত্ত জানান, সকাল হতেই বাইক এম্বুলেন্স নিয়ে বেরিয়ে পড়েন তারা এবং কারোর পায়ের নীচে পতাকা চাপা পড়ে পতাকার অপমান হওয়ার আগেই পতাকাগুলোকে কুড়িয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য। শহরবাসীর কাছে তারা আবেদন করেন এভাবে পতাকা রাস্তায় যত্রতত্র ফেলে যাতে পতাকার অপমান কেউ না করে।