অবতক খবর,৩০ এপ্রিলঃ কাঁচরাপাড়া সার্কাস ময়দান, সেখানে গেলেই আপনি দেখতে পাবেন জলমগ্ন অধিকাংশ জায়গা। গতকাল যে ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণেই ওই অঞ্চলে জল জমে আছে। ফলত, স্থানীয় মানুষ এবং ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীদেরও যাতায়াতে অত্যন্ত সমস্যা হচ্ছে। তারা জানাচ্ছেন, নিকাশি ব্যবস্থা বেহাল সেই কারণে এইভাবে জল জমে থাকছে।

এটি কাঁচরাপাড়া পৌরসভার ১৮ এবং ২২ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল। একদিকে পড়ছে রেলের জায়গা অন্যদিকে পৌরসভার জায়গা। কিন্তু এই জমা জলের সমস্যা কখন মিটবে তা জানে না কেউই।

স্থানীয়রা হতাশার সুরে বলেছেন,বৃষ্টি হলে এ তো নিত্যদিনের ঘটনা। তবে আমাদের মাধ্যমে তারা নগর প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, যাতে এই অঞ্চলে নিকাশি ব্যবস্থা উন্নত হয় এবং মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্তি পায়।